
প্রকাশ: ১৫ আগস্ট ২০১৯, ৪:২৪

দায়িত্ব পালনের সময় কোনো ধরনের পক্ষপাত না দেখানোর জন্য সংস্থার কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বৃহস্পতিবার দুদক আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় একথা বলেন ইকবাল মাহমুদ। তিনি বলেছেন, ‘সকল প্রকার লোভ-লালসাকে জলাঞ্জলি দিয়ে নির্মোহভাবে দায়িত্ব পালন করতে হবে। এ নির্মোহ দায়িত্ব পালনে আমাদের কোনো ভাই-বন্ধু বা স্বজন নেই, আমরা কাউকেই চিনি না। এমনটি হলেই জাতির পিতার প্রতি প্রকৃত শ্রদ্ধা প্রদর্শন করা হবে।’ জাতির পিতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনে তার পথ অনুসরণ করে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে দুদকের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানান তিনি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব