বাঙালীর হৃদয়ে বঙ্গবন্ধু চির জাগরুক, চির ভাস্বর: এমপি মুকুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৫ই আগস্ট ২০১৯ ০৬:০১ অপরাহ্ন
বাঙালীর হৃদয়ে বঙ্গবন্ধু চির জাগরুক, চির ভাস্বর: এমপি মুকুল

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলী আজম মুকুল এমপি বলেছেন, রক্তঝরা আর অশ্রুভেজা ১৯৭৫ সালের এই দিনে বাঙালি জাতি হারিয়েছিল তাদের চিরকালীন আস্থার মানুষটিকে। তাদের চিরচেনা প্রিয়জনকে। জাগতিকভাবে সে চলে গেলেও বাঙালীর হৃদয়ে বঙ্গবন্ধু চির জাগরুক, চির ভাস্বর। তিনি বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, '৭৫-এর এই দিনে ভোরের আলো মাত্র ফুটবে।

কিন্তু তার আগেই বাংলাদেশের চিরন্তন আলো নিভিয়ে দেয়ার ষড়যন্ত্রকারী নরঘাতকরা স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। ১৫ আগস্ট সুবেহ সাদেকের সময় পবিত্র আজানের ধ্বনিকে বিদীর্ণ করে ঘাতকের মেশিনগানের ঝাঁক ঝাঁক গুলি। ঝাঁঝরা হয়ে ওঠে স্বাধীন বাংলার বুক। দেশের কিছু বিপথগামী সেনাসদস্য ঐতিহাসিক ৩২ নম্বরে ইতিহাস স্রষ্টার বুকেই শুধু গুলি চালায়নি, একইসঙ্গে তার ছায়াসঙ্গী নিরীহ-নিরপরাধ নারী, শিশু, অন্তঃসত্ত¡াকেও হত্যা করে। বাংলার রাজনীতির চিরকালীন জ্যোতিষ্ক, বাঙালির বটবৃক্ষ বঙ্গবন্ধু, যে মানুষকে ভালোবেসে নিজের জীবনকে উৎসর্গ করলেন, সে মানুষের ভেতরে থাকা হায়েনার দল তার সে প্রেম ও ত্যাগকে অবজ্ঞা করে নির্মম হত্যাকান্ডের মাধ্যমে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বরাজনীতির ইতিহাসে সেদিন ছিল একটি কালো দিবস।

বাংলাদেশের মানচিত্রসম মানুষটির রক্তে সেদিন ভিজে গিয়েছিল পুরো বাংলাদেশ। উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ওসি মু. এনামুল হক, উপজেলা আ’লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, মুক্তিযোদ্ধা কমান্ডার প্রকৌশলী আহম্মদউল্লাহ, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিমউদ্দিন প্রমুখ। এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে ভোলা-২(বোরহানউদ্দিন-দৌলতখান)আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের নেতৃত্বে বিশাল শোক র‌্যালি উপজেলা চত্ত¡র থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে শেষ হয়। শোক র‌্যালিতে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও  বিভিন্ন শ্রেণি পেশার লোক অংশ নেন। এর আগে ওই স্থানে পর্যায়ক্রমে সংসদ সদস্য, অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকার্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার লোক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করেন।

উপজেলা প্রশাসনের পাশাপাশি উপজেলা আ’লীগ ও এর সহযোগি সংগঠন সহ উপজেলার সরকারী আব্দুল জব্বার কলেজ, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা, বোরহানউদ্দিন মহিলা ডিগ্রী কলেজ, ভোলা পলিটেকনিক ইন্সটিটিউট, হাফিজ ইব্রাহিম কলেজ সহ উপজেলার ৩৭ টি মাদ্রাসা, ২৩ টি মাধ্যমিক বিদ্যালয়, ১৫১ টি প্রাথমিক বিদ্যালয় পৃথক পৃথক কর্মসূচী পালন করে। এছাড়া পৌরসভা সহ উপজেলার ৯ টি ইউনিয়ন নানা আয়োজনে দিবসটি পালন করে। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব