নেছারাবাদে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৫ই আগস্ট ২০১৯ ১১:১৮ পূর্বাহ্ন
নেছারাবাদে জাতীয় শোক দিবস পালিত

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে।বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করে একটি শোক র্যালী বের হয়। র্যালীতে উপজেলা আওয়ামীলীগ,মুক্তিযোদ্ধা কমান্ডসহ সরকারি ভিবিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো পৃথক পৃথক ব্যানারে অংশ নেন।র্যালীটি স্বরূপকাঠি পৌর শহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিন করে উপজেলা অডিটরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু এর সভাপতিত্বে বক্ত্যব্যে রাখেন, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ্ আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত প্রমুখ।আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু সহ তার পরিবার বর্গের নিহত সব শহীদদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।এদিকে উপজেলা প্রশাসন ছাড়াও দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন উপজেলার ভিবিন্ন ইউনিয়ন শাখা কমিটিগুলো নানা কর্মসূচী পালন করছেন।