সিরাজগঞ্জের ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
পারভেজ সরকার স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বুধবার ১৪ই আগস্ট ২০১৯ ১২:৫৩ অপরাহ্ন
সিরাজগঞ্জের ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ  ১ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জের তারাশে গত কাল মঙ্গলবার সন্ধ্যা ৬:৩০ ঘটিকার সময়, র‍্যাব-১২ কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এর নেতৃত্বে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় ডাক বাংলোর মেইন গেইটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাড়াশ উত্তর পাড়া গ্রামের পিতা-মৃত শরিফ প্রামানিক ও স্বামী- মৃত নুর হোসেনের স্ত্রী মোছাঃ সুফিয়া বেওয়া (৫২), কে দেহ তল্লাশী করে ২০০ পিচ ইয়াবা, ০১ টি মোবাইলসেট ও মাদক বিক্রির নগদ  ১৩১০০/-টাকাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়