১৮ মাস পর ঢাকা-কলকাতা বাস চালু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১৩ই আগস্ট ২০১৯ ০৫:১৮ অপরাহ্ন
১৮ মাস পর ঢাকা-কলকাতা বাস চালু

কাল থেকে ফের শুরু হচ্ছে কলকাতা-ঢাকা-আরগতলা সরাসরি যাত্রাবাহী বাস চলাচল। টেন্ডার সংক্রান্ত জটিলতার কারণে প্রায় দেড় বছর পর এই বাস চলাচল নিয়মিত শুরু হচ্ছে। চলবে সোম-বুধ-শুক্রবার এই তিনদিন।

কলকাতার করুণাময়ী থেকে এই বাস যাত্রা শুরু করবে এবং ঢাকা হয়ে আগরতলা পৌঁছাবে। একইভাবে আগরতলা থেকেই একটি বাস ছাড়বে। সেটা ঢাকা হয়ে কলকাতা পৌঁছবে কলকাতায়। ভাড়া থাকছে আগের মতোই। শ্যামলী যাত্রী পরিবহনের কর্ণধার অবীণ ঘোষ এ তথ্য জানিয়েছেন। 

ম্যামলী যাত্রী পরিবহন (ভারত) এর কর্ণধার অবীণ ঘোষ বলেন, নতুন করে যে টেন্ডার হয়েছিল সেটাতে অংশ নিয়ে আমি যোগ্যতা অর্জন করেছি। স্বাধীনতার পূর্বের দিনে ১৪ আগস্ট আমি এই সার্ভিস শুরু করতে যাচ্ছি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব