শিমুলিয়া ঘাটে ভিআইপি পারাপারের জন্য ফেরি ঘাটে কর্ণফুলি ফেরিটিকে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে।শনিবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে ঘাটে অপেক্ষায় থাকা সাধারণ যাত্রীদের গাড়ির চালকরা এ অভিযোগ করেন। তারা বলেন, কোন গাড়ি লোড না করে ফেরিটি কমপক্ষে ১ ঘন্টা ঘাটে দেরি করে। তবে, কর্তৃপক্ষ বলছে, দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কমিশনার (অনুসন্ধান) ড. মোজাম্মেল হক খান দাপ্তরিক কাজে মাদারিপুরে যাচ্ছেন। এ জন্য তাকে প্রটোকল দেওয়ার সরকারি চিঠি প্রেরণ করা হয়েছে। সে অনুযায়ী তাকে কর্ণফুলি ফেরিতে পার করা হয়েছে।
এ ব্যাপারে মোবাইলে জানতে চাইলে কর্ণফুলি ফেরির চালক মনিরুজ্জামান মনির প্রথমে দাবি করেন, ফেরিটি শিমুলিয়া ঘাটে একটুও দেরি করেনি। পরে বলেন, যে ১০ মিনিটের মত সময় লেগেছিল ফেরিটি লোড আনলোড করতে। ফেরি দেরি করার প্রমাণ আছে। কিন্তু, আপনি মিথ্যা তথ্য দিচ্ছেন কেন প্রশ্ন করলে তিনি কোন সদুত্তর না দিয়ে মোবাইলের লাইনটি কেটে দেন। শিমুলিয়া ঘাটের সহকারি ব্যবস্থাপক সাফায়েত আহমেদ বলেন, দুদক কমিশনারের জন্য ১০ মিনিটের বেশি দেরি করা হয়নি। ঐ সময় ছোট গাড়িগুলো রো রো ফেরিতে দেওয়া হচ্ছিল। তাঁর জন্য ফেরি আটকে রাখা হয়নি। দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান ও পুলিশের সাবেক আইজিপি শহিদুল হককে ভিআইপি হিসেবে নয়, ‘বিশেষ সম্মান’ করে ফেরিতে আগে দেওয়া হয়েছে। কর্ণফুলি ফেরিতে তাদের সাথে সাধারণ যাত্রীদের গাড়িও ছিল।’
শিমুলিয়া ঘাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ জানান, দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান শিমুলিয়া ঘাট দিয়ে মাদারিপুর বাড়িতে যাচ্ছিলেন। ফেরী আটকে না, তিনি যে ফেরিতে গিয়েছিলেন সেটি একটি ছোট ফেরি, যাতে পাঁচটি গাড়ি যেতে পারে। ভিআইপি কেউ গেলে বিআইডাব্লিউটিসি ফেরির ব্যবস্থা করে থাকে। চিঠি দিয়ে পূর্বে অবগত করেছে। এটি তাঁর দাপ্তরিক সফর। বিচারপতির সফর সরকারি কিনা জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, ‘এটি বিচারপতির ব্যক্তিগত সফর।’গ্রামের বাড়িতে যাওয়ার জন্য সুপ্রিম কোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের জন্য খুলনার জেলা প্রশাসকের (ডিসি) কাছে ভিআইপি প্রোটোকল চাওয়া হয়েছে।
১ আগস্ট, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রটোকল) মো. আব্দুছ সালাম খুলনার ডিসির কাছে চিঠি দিয়ে এ প্রটোকল চেয়েছেন। ভিআইপি প্রটোকলের জন্য দেরিতে ফেরি ছাড়ায় শিশুমৃত্যুর অভিযোগের পরিপ্রেক্ষিতে দেশের ‘রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ ভিআইপি নয়’ হাইকোর্টের এমন আদেশের পর ভিআইপি প্রটোকল চাওয়া হলো। উল্লেখ্য, গত ২৫ জুলাই মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে যুগ্ম সচিবের অপেক্ষায় প্রায় ৩ ঘণ্টা ফেরি না ছাড়ায় দুর্ঘটনায় আহত স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যু ঘটে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বুধবার (৩১ জুলাই) বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ ভিআইপি নন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।