মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র রাইয়ান সরকার শুক্রবার ডেঙ্গুতে মৃত্যুবরণ করে। তার চাচা মনিরুল ইসলাম মনি শুক্রবার রাতে ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেন।
ফেসবুকে তিনি বিস্তারিত উল্লেখ করেন।
তিনি লেখেন-
''''শোক সংবাদ"
আমার ভাতিজা রাইয়ান সরকার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ দুপুর ১.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের প্রথম জানাজা নামাজ আজ বাদ মাগরীব সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এবং দ্বিতীয় জানাজা নামাজ বাদ এশা রহিম মেটাল জামে মসজিদ তেজগাঁও অনুষ্ঠিত হবে। এরপর লাশ (রাইয়ানকে) রহিম মেটাল জামে মসজিদ এন্ড মাদ্রাসা কবরস্থান তেজগাঁও ঢাকায় দাফন করা হবে। রাইয়ানের জন্মতারিখ ৩১-০৭-২০০৮ ইংরেজি। গত ৩১-৭-২০১৯ ইংরেজি তারিখে শরীরে জ্বর আসলে তাকে ঐদিন ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
পরিক্ষা নিরিক্ষার পর তার ডেঙ্গু জ্বর হয়েছিল বলে তার চিকিৎসকরা জানান। ক্রমেই শারিরীক সুস্থতার অবনতি দেখা দিলে রক্ত দেওয়া হয় এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। প্রচন্ড রক্ত ক্ষরণ ও শরীরে পানি লক্ষ্য করা যায়। রাইয়ান তার একমাত্র ছোটবোন মালিহা ও বাবা মাসহ আত্মীয় স্বজন স্কুলের খেলার সাথী রেখে মায়াধারী এ পৃথিবী ছেড়ে চির বিদায় নিলেন। সে মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেনীতে পড়তো। মহান আল্লাহ তাআ'লা রাইয়ানকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।''
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।