মাদারীপুরে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের নিয়ে সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১লা আগস্ট ২০১৯ ০৬:৫৪ অপরাহ্ন
মাদারীপুরে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের নিয়ে সভা

মাদারীপুরে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের মাদারীপুর পৌরসভা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে জেলার শতাধিক বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা অংশ নেয়। এ সময় তাঁরা জেলা শহরে সরকারি সহযোগিতায় বাক-শ্রবণ প্রতিবন্ধীদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করার দাবি জানায়।মাদারীপুর জেলা বাক ও শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা শাহাদাৎ আলম হারু চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় বধির সংস্থা সাধারণ সম্পাদক ফজলে এলাহি খান। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জমান ফকির, মাদারীপুর জেলা বাক ও শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সহসভাপতি নিয়াজ মোরশেদ, সাধারণ সম্পাদক লিটন হাওলাদার প্রমুখ।