মধুপুরে মশক নিধন ও পরিছন্নতা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১লা আগস্ট ২০১৯ ০৫:১৫ অপরাহ্ন
মধুপুরে মশক নিধন ও পরিছন্নতা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

টাঙ্গাইলের মধুপুরে বৃহস্পতিবার সকালে মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মশক নিধন ও পরিছন্নতা সপ্তাহ ২০১৯ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মধুপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের হলরুমে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রশিদ খান চন্নুর সভপতিত্বে প্রধান অথিতি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আহমেদ পলি, বিশেষ অথিতি ছিলেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহববুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, প্রাথমিক শিক্ষা অফিসার রেজাউল করিম, মহিষমারা ইউপি চেয়ারম্যান কাজী মোতালেব, মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন ,মাইটিভির সাংবাদিক হাফিজুর রহমান সহ অন্যান্য অথিতিরা। মশক নিধন ও পরিছন্নতা সপ্তাহ ২০১৯ কর্মসূচীর উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আহমেদ পলি । এসময় বক্তব্যে তিনি বলেন  ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা করার লক্ষে  সকল প্রতিষ্ঠানের স্কাউট সদস্যদের কে টিম করে প্রত্যেক বাড়ী বাড়ী গিয়ে বাড়ীর আশ পাশ পরিষ্কার করার অভিযানের নির্দেন দেন ।