পটুয়াখালীতে দশ লক্ষ গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১লা আগস্ট ২০১৯ ০৫:০৭ অপরাহ্ন
পটুয়াখালীতে দশ লক্ষ গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে শিক্ষার্থীদের মাঝে ১০ লক্ষ গাছের চারা বিতরন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পটুয়াখালী ডিসি স্কোয়ারে বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এ গাছের চারা তুলে দেন। পরে ডিসি স্কোয়ারে একটি গাছের চারা রোপন করেন তিনি। জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে চারা বিতরন অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা আ.লীগের সাধারন সম্পাদক কাজী আলমগীর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জেলা সদরের ১০টি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন সুত্র জানায়, আজ প্রায় ১১ হাজার গাছের চারা বিতরনের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পুরো আগষ্ট মাস জুড়ে এ কর্মসূচী চলমান থাকবে। জেলার প্রায় চার লাখ ৬৩ হাজার শিক্ষার্থীর মধ্যে দুটি করে ৯ লাখ ২৬ হাজার চারা প্রথমে বিতরণ করা হবে। বাকী ৭৪ হাজার গাছের চারা পায়রা বন্দর, পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় বঙ্গবন্ধু সবুজ উদ্যানের জন্য রোপন করা হবে। সিংক- মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, বিভাগীয় কমিশনার, বরিশাল।