গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০১ আগস্ট ২০১৯ দুপুর ১২০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী স্টেশান পাগলা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান চলাকালীন সময়ে নবাবগঞ্জের দোহার উপজেলার জয়াপাড়া বাজারের পাঁচটি দোকান থেকে ৩৩ লক্ষ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্যে ৬,৬০,০০,০০০ (ছয় কোটি ষাট লাখ টাকা) মাত্র। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ভ্রামম্যান আদালতের মাধ্যমে একজন জাল ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। দেশের মৎস উৎপাদন বৃদ্ধিতে ও নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে অবৈধভাবে মৎস আহরন বন্ধে কোস্ট গার্ডের আওতাধীন এলাকাসমূহে অভিযান অব্যাহত রাখবে। এ সংক্রান্ত স্থিরচিত্র সংযুক্ত করাহলো।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।