রোহিঙ্গা প্রত্যাবর্তনে বিশ্বনেতাদের বাংলাদেশের পাশে থাকার আহবান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ৩০শে জুলাই ২০১৯ ০৫:০৮ অপরাহ্ন
রোহিঙ্গা প্রত্যাবর্তনে বিশ্বনেতাদের বাংলাদেশের পাশে থাকার আহবান

বাংলাদেশে সফররত জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারা কোনো ও তাঁর সাথে আসা জাপানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের প্রতিনিধি দল উখিয়ার কুতুপালং শরনার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে কুতুপালংশরনার্থী ক্যাম্প-৪ পরিদর্শনকালে রোহিঙ্গাদের সাথে দোভাষীর মাধ্যমে তাঁরা কথা বলেন এবং ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় করেন। এসময় জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারা কোনো বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সম্মানের সাথে দ্রুততম সময়ের মধ্যে স্বদেশে প্রত্যাবাসনের উপর গুরুত্বারোপ করে বলেন,রোহিঙ্গা শরনার্থীর বোঝা বাংলাদেশের জন্য একটা বিশাল চাপ হয়ে দাড়িয়েছে।

এ চাপ সামলাতে বাংলাদেশের প্রতি বিশ্ব নেতৃবৃন্দের সহযোগিতাপূর্ণ মনোভাব প্রদর্শনের আহবান জানান তিনি। পরিদর্শনকালে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারা কোনো’র সাথে শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম এনডিসি (অতিরিক্ত সচিব), ইউএনএইচসিআর-এর কক্সবাজার প্রধান মিঃ মারিন, উর্ধ্বতন কর্মকতা ইফতেখার উদ্দিন বায়েজীদ, বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রনালয়ের শরনার্থী বিষয়ক ডেস্কের পরিচালক সহ উর্ধ্বতন কর্মকতারা সাথে ছিলেন। বিশ্বস্থ একটি এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারা কোনো সেদেশের উর্ধ্বতন এক প্রতিনিধিদলসহ মঙ্গলবার ৩০ জুলাই সকাল সাড়ে ৯ টায় জাপানে একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে আর আর আর সি আবুল কালাম (এনডিসি), কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন) সরওয়ার কামাল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক, ইউএনএইচসিআর-এর কক্সবাজারের প্রধান মিঃ মারিন, উর্ধ্বতন কর্মকর্তা ইফতেখার উদ্দিন বায়েজীদ, জেলা প্রশাসনের এনডিসি প্রমুখ তাদেরকে স্বাগত জানান। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারা কোনো ও উর্ধ্বতন প্রতিনিধিদল জাপানের বিশেষ ফ্লাইটে মঙ্গলবার ৩০ জুলাই কক্সবাজার ত্যাগ করবেন বলে একই সুত্র নিশ্চিত করেছেন।

ইনিউজ ৭১/এম.আর