আসুন, বন্যার্তদের পাশে দাঁড়াই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২২শে জুলাই ২০১৯ ০৯:৫২ অপরাহ্ন
আসুন, বন্যার্তদের পাশে দাঁড়াই

সর্বগ্রাসী বন্যার কবলে দেশের বেশ কয়েকটি জেলা। অথচ মিডিয়ায় সেভাবে ফলাও হচ্ছে না প্রকৃত অবস্থা। অন্যান্য বছরের মতো এবারও আস-সুন্নাহ ফাউন্ডেশন অসহায় বন্যার্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে। ১টি পরিবারের ত্রাণসামগ্রীর জন্য প্রয়োজন মাত্র ৬০০টাকা। প্রত্যেক পরিবারকে নিন্মোক্ত ত্রাণসামগ্রী দেওয়া হবে ইন শা আল্লাহ। তবে পরিস্থিতিভেদে নগদ অর্থ বা কাঁচা ঘর নির্মান করার জন্য সহযোগিতা করা হবে।

৫ কেজি চাল
হাফ কেজি ডাল
হাফ লিটার তেল
৩ কেজি আলু
২ কেজি চিড়া
৫ টা মোমবাতি
২ টা দেয়াশলাই
৫ প্যাকেট খাবার সেলাইন
পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট

অংশগ্রহণের জন্য নিন্মোক্ত হিসাব নাম্বরে টাকা প্রেরণ করে ফোনে অথবা বার্তা প্রেরণ করে খাত জানিয়ে দিতে হবে।

ব্যাংক একাউন্ট:
ACCOUNT NAME: 
AS SUNNAH FOUNDATION
SAVINGS ACCOUNT 
NO. 20502920202959613
ISLAMI BANK BANGLADESH,
KANCHPUR BRANCH. NARAYAN GANJ

বিকাশ:
01756400542 
(পারসোনাল বিকাশ থেকে Payment সিলেক্ট করে পাঠাতে হবে)
01756400541(বিকাশ পারসোনাল)
01756400542 (নগদ) এজেন্ট থেকে প্রেরণের জন্য।
অংশগ্রহণের শেষ তারিখ: ২৮ জুলাই রবিবার রাত ১২টা।
যোগাযোগ:
01756400542/01551555400
E-mail: [email protected]

ইনিউজ ৭১/টি.টি. রাকিব