কলাপাড়ার পায়রা বন্দরের কোস্ট গার্ডের ঘাটিতে নিরাপদ হেফাজতে থাকা ৩২ টি ট্রলারসহ ৫১৯ জন ভারতীয় জেলে দেশের উদ্দেশ্যে পারি জমিয়েছে। মঙ্গলবার ভোররাতে কোস্টগার্ডের দুটি জাহাজ ভারতীয় সীমানার উদ্যেশ্যে এসব ট্রলার ও জেলেদের নিয়ে কলাপাড়ার পায়রা বন্দরের কোস্ট গার্ডের ঘাট ত্যাগ করেছে।
কোস্ট গার্ডের মিডয়া কর্মকর্তা লে: শাকিল জানান, গত ৭জুলাই ঝড়ের কবলে পড়ে বাংলাদেশের সীমানায় প্রবেশ করা জেলেদের বাংলাদেশ কোস্টগার্ড নিরাপদ হেফাজতে নেয়ার ৯ দিন পরে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় ভারতীয় সীমানায় পৌছিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়।
তিনি আরো জানান, দুটি জাহাজের প্রহারায় ভারতীয় সীমানার প্রবেশমুখে ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর উদ্দেশ্যে তারা যাত্রা করেছেন। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ তারা ভারতীয় জলসীমায় ভারতীয় কোস্ট গার্ডের কাছে জেলেদের হস্তান্তর করবেন বলে আশা প্রকাশ করেছেন
ইনিউজ ৭১/টি.টি. রাকিব।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।