ইন্দুরকানীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা পুরুস্কার বিতরনীর মধ্যো দিয়ে শেষ হল।
সোমবার বিকালে ইন্দুরকানী উপজেলা পরিষদের মাঠে ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে পাড়েরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে মধ্য ইন্দুরকানী সরকারী প্রথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। অপর খেলা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপে মধ্য চরবলেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে চরনী পত্তাশী সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে ।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এম মতিউর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রুহুল আমিন বাঘা, মহিলা ভাইস-চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার,উপজেলা জাতিয় পার্টি জেপি নেতা কাওছার আহমেদ দুলাল, উপজেলা শিক্ষা কর্মকবর্তা পূরবী রানী দাস, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার, আলী আহসান এবং উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।