আমার ছেলে হত্যায় মিন্নির হাত রয়েছে, রিফাতের বাবা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১৩ই জুলাই ২০১৯ ০৯:৪৩ অপরাহ্ন
আমার ছেলে হত্যায় মিন্নির হাত রয়েছে, রিফাতের বাবা

বরগুনায় আলোচিত চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলার বাদী রিফাতের বাবা আঃ হালিম দুলাল শরীফ রিফাত হত্যার সাথে তার পুত্রবধু রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি জড়িত থাকার অভিযোগ এনে তাকে গ্রেফতার ও রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের দাবী জানিয়েছেন ।

শনিবার রাতে ৮ টায় বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নিহত রিফাত শলীপের বাবা অভিযোগ করেন, রিফাত হত্যা কান্ডের ভিডিও ফুটেজ দেখে তিনি ধারণা করছেন তার ছেলেকে হত্যার পিছনে তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি জড়িত। মিন্নি তার স্বামীকে রক্ষা করতে হামলাকারীদের প্রতিরোধের চেষ্টা না করে রিফাতকে যদি জড়িয়ে ধরতো তাহলে তার ছেলে নির্মম হত্যার শিকার হতো না।

সংবাদ সম্মেলনে রিফাতের বাবা আঃ হালিম দুলাল শরীফ প্রশ্ন করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটেজে দেখা যায় আসামীরা মিন্নির উপারে চড়াও হয়নি এবং মিন্নি কোন ভাবেই আক্রান্ত হয়নি। তাহলে কোন মিন্নি আক্রান্ত হয়নি! সংবাদ সম্মেলনের বক্তব্য কারো ধারা প্ররোচিত হয়ে দিচ্ছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেন তিনি নিজের উপলদ্বি থেকেই সাংবাদিকদের সামনে হাজির হয়েছেন।

রিফাত হত্যা মামলার প্রধান স্বাক্ষি মিন্নিকে অভিযুক্ত করায় মামলার ক্ষতি হবে কিনা প্রশ্ন করলে তিনি বলেন, আমি আমার ছেলের হত্যাকান্ডের বিচ্ার চাই।সাংবাদিকরা জানতে চান তার অভিযোগ অনুসারে মিন্নিকে গ্রেফতারে পুলিশের গাফিলতি আছে কিনা জানতে চাইলে দুলাল শরীফ বলেন, এব্যাপারে এখন পর্যন্ত পুলিশের কাছে কোন অভিযোগ করেনি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব