
প্রকাশ: ১৩ জুলাই ২০১৯, ১:১৮

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন তিন দিনের সফরে শনিবার বিকালে বাংলাদেশে এসেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিনি এ সফর করছেন। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী লি নাক-ইয়োনকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এরপর প্রধানমন্ত্রী লি নাক-ইয়োনকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ সফরকালে এই হোটেলেই থাকবেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী। আজ রাতে তিনি সেখানে বাংলাদেশে কোরীয় সম্প্রদায়ের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব