বরগুনার বেতাগীতে বিদ্যুত স্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলার পার্শবর্তি ডোকলাখালি গ্রামে গাছ কাটতে গেলে বিদ্যুত স্পৃষ্টের ঘটনাটি ঘটে।
জানা গেছে, নিহত শাহেব আলী(৫০) সকালে গাছ কাটার দিনমজুর হিসেবে গাছ কাটতে গেলে বৈরী আবহাওয়ায় গাছে সাথে বিদ্যুতিক ক্যাবল সংস্পর্শে আসলে বিদ্যুতায়ন হয় ঘটনাস্থলেই মারা যায় তিনি।
নিহত ব্যাক্তি উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মৃত্যু কদমআলী হাওলাদার এর ছেলে। ইতোমধ্যে, এ মর্মান্তিক ঘটনায় বেতাগী উপজেলা পরিষদ থেকে নিহতর পরিবারকে আর্থিক সহযোগীতা করবেন বলে জানিয়েছেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।