প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে পর্যটকদের আকর্ষণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তাই পর্যটন শিল্পের বিকাশে ভিসা সহজ করতে ওআইসি দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা ওআইসি সিটি অব ট্যুরিজম অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ঢাকা একটি ঐতিহ্যবাহী ঐতিহাসিক নগর। এখানে সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকেশ্বরী মন্দির, আহসান মঞ্জিলসহ আরও অনেক নিদর্শন আছে। এছাড়া, ঢাকার জামদানি বিশ্ববিখ্যাত। এ রকম আরও বহু নিদর্শন আছে আমাদের। এগুলোকে আরও আকর্ষণীয় করতে হবে।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে কীভাবে সুন্দর করে গড়ে তোলা যায় সেটা আমাদের দেখতে হবে। আমাদের মাথা পিছু আয় বেড়েছে, কমেছে দেশের দারিদ্র্য হার। তিনি বলেন, আমরা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে বাংলাদেশ বেশ সফল। আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাও (এসডিজি) বাস্তবায়ন করতে সক্ষম হবো ইনশাল্লাহ। এ সময় কক্সবাজারকে আন্তর্জাতিক বিমানবন্ধরে উন্নীত করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।