সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১০ই জুলাই ২০১৯ ১০:৫৯ পূর্বাহ্ন
সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর আর নেই

বিশিষ্ট সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ৮ জুলাই থেকে লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার রাত পৌনে ১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন থেকে জাহাঙ্গীর মাইলো ফাইব্রোসিস (রক্ত সংক্রামণ) রোগে আক্রান্ত ছিলেন। তিনি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের ছোট ভাই। মুহাম্মদ জাহাঙ্গীরের মরদেহ রাজধানীর শান্তিনগরের কুলসুম টাওয়ারে তার নিজ বাসায় রাখা হয়েছে বলে জানিয়েছেন ছেলে অপূর্ব জাহাঙ্গীর।

পারিবারিক সিদ্ধান্তে জানানো হয়েছে, মরহুমের প্রথম জানাযা হবে জাতীয় প্রেসক্লা‌বে সকাল ১১টায়। দ্বিতীয় জানাযা হবে চামেলীবাগ জামে মস‌জিদে। এরপর বাদ আসর মিরপুর বু‌দ্ধিজীবী কবরস্থানে জাহাঙ্গীরের দাফন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক মুহাম্মদ জাহাঙ্গীর ১৯৭০-এর দশকের প্রথম দিকে মুদ্রণ মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি সম্প্রচার মাধ্যমে যুক্ত হন। এছাড়া সাংস্কৃতিক পরিমণ্ডলেও যুক্ত ছিলেন তিনি। জাহাঙ্গীর নাচের সংগঠন নৃত্যাঞ্চল ড্যান্স কোম্পানির সমন্বয়কের পাশাপাশি আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী কমিটির সদস্য ছিলেন।

ইনিউজ ৭১/এম.আর