চেয়াম্যানের বাসার সামনে ফাকা গুলি ছোড়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: মঙ্গলবার ২রা জুলাই ২০১৯ ০৫:৩৭ অপরাহ্ন
চেয়াম্যানের বাসার সামনে ফাকা গুলি ছোড়ার অভিযোগ

কলাপাড়ায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ’র সাধারন সম্পাদকের বাসার সামনে বিকট শব্দের ঘটনায় শট গানের ফাকা গুলি ছোড়ার দাবী করে সংবাদ সম্মেলন করেছেন এস এম রাকিবুল আহসান। সোমবার রাত সোয়া নয়টার দিকে পৌর শহরের তার নিজ বাসার সামনে এঘটনায় মঙ্গলবার বেলা ১২ টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তবে রাকিবুল আহসান বলেন, তিনি বাসায় থাকাবস্থায় হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পান, এতে তার পরিবারসহ এলাকাবাসী আতংকিত হয়ে পড়ে। এ ঘটনার জন্য তিনি ছাত্রনেতা ফয়জুল ইসলাম আশিক তালুকদারকে দায়ী করেন। চেয়ারম্যান নিজেসহ তার পরিবারকে নিরাপত্তাহীন মনে করছেন। তিনি প্রকৃত ঘটনা উদঘটনের জন্য প্রশাসন ও সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ জানান। 

এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌর মেয়র আ.বারেক মোল্লা, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুলসহ কলাপাড়া উপজেলার ১০ ইউনিয়নের চেয়্যারম্যানগন। সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল করেন তারা। এঘটানায় কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জালাল আহম্মেদ ও কলাপাড়া থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মনিরূল ইসলাম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, রাত ০৯টার দিকে কয়েকটি মটোরসাইকেল উপজেলা চেয়ারম্যানের বাসার অবস্থান করতে দেখি। কিছুক্ষন পরই হঠাৎ একটি বিকট শব্দ পাই, এতে আমরা স্থানীয়রা চরমভাবে আতংকিত হয়ে পড়েছি। তবে এটা গুলির শব্দ কিনা সেটা কেউ নিশ্চিত করে বলতে পারেনি। ছাত্র নেতা আশিক তালুকদার জানান, তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। তিনিও সোমবার রাতের ঘটনার সঠিক তদন্ত দাবি করেছেন। জড়িতদের শাস্তি চেয়েছেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম, আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি। তবে এখানে ফাকা গুলি বা বোমার কোন আলামত পাইনি। এটা আসলে কিসের শব্দ সেটা এখনো নিশ্চিত করে বলে যাচ্ছেনা। তদন্ত করে সত্য উদঘাটনের চেষ্টা চলছে। 

ইনিউজ ৭১/এম.আর