বড় কোন চাষী নয়, প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের জন্য কর্মকর্তা ও দলীয় নেতা কর্মীদের নির্দেশনা দিলেন বরিশাল ১ আসনের এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ। ধান বিক্রিতে কোন রকম অনিয়ম হলে তা বরদাস্ত করা হবেনা বলে হুশিয়ারি দিয়ে কৃষকদের তালিকা প্রনয়নেও কোন অনিয়ম ছাড় দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সরকারী কর্মকর্তা ও দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে সরকারের দ্বিতীয় পর্যায়ে ধান ক্রয় অভিযান সম্পর্কে এসব কথা বলেছেন তিনি। এসময় উপজেলা কৃষি বিভাগ, সংশ্লিষ্ঠ ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাকের সমন্বয়ে উপজেলার প্রান্তিক চাষিদের তালিকা প্রনয়নের নির্দেশনা প্রদান করেন। তালিকায় কোন রকম অনিয়মের অভিযোগ পেলে ধান বিক্রি বন্ধ করে সরকারের টাকা সরকারকে ফেরত দিয়ে দেবেন বলেও জানান এমপি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক, আবু সালেহ মো. লিটন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দোলন চন্দ্র রায়, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ারসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসংগত, চাষীদের কাছ থেকে সরকারের দ্বিতীয় পর্যায়ের ধান ক্রয় অভিযানে আগৈলঝাড়া উপজেলায় ৪৮ মেট্টিক টন ধান সংগ্রহের অনুকুলে সিদ্ধান্ত অনুযায়ি একজন চাষি ১ মেট্টিক টন করে ধান বিক্রি করতে পারবেন। বরাদ্দ অনুযায়ি রাজিহার ইউনিয়নে ১শ, বাকাল ইউনয়নে ১শ, গৈলা, বাগধা ও রতœপুর ইউনিয়নে ৯৫জন করে চাষি ধান বিক্রি করতে পারবেন। উপজেলায় মোট ২৬৮০৪ কৃষক পরিবার রয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।