রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতাসহ পেনশন প্রথা চালু ও জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা প্রদানের দাবীতে নরসিংদীতে অবস্থান কর্মসূচী পালন করেছে জেলার ৬টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগন। মঙ্গলবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
জেলা পৌর সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের ঢাকা বিভাগের সভাপতি মো. আনোয়ার সাদাত, ঘোড়াশাল পৌর সভার নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন, নরসিংদী পৌর সচিব মাহফুজুর রহমান, তাজেল হোসেন হাওলাদার, কাজী মোস্তফা কামাল, শিখা বর্মণ, ইসমাঈল হোসেন প্রমূখ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।