ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের সাংবাদিকদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২রা জুলাই ২০১৯ ০২:২৫ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের সাংবাদিকদের সাথে মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলা ও পুলিশ নিয়োগ পরিক্ষা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে জেলা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খাঁন।এসময় সহকারী পুলিশ সুপার মো. আলাউদ্দিন,জেলা গোয়েন্দা পুলিশের ডিআইও-১ ইমতিয়াজ আহমেদ, জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার আনোয়ার হোসেন খান জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশ নিয়োগ পরিক্ষায় শতভাগ স্বচ্ছতার আশ্বাস দেন।কেউ প্রতারণা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেন। এজন্য তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

ইনিউজ ৭১/এম.আর