বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড চর আবুপুরের, ইউপি সদস্য উপ-নির্বাচনের প্রার্থী বাছাই সম্পন্ন হয়েছে। ২ জুলাই মঙ্গলবার বেলা ১১ টায়, হিজলা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে বাছাই কার্যক্রম সম্পন্ন করেন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ দেলোয়ার হোসেন। তিনি ইনিউজ৭১ কে জানান, চর আবুপুরে ইউপি সদস্য উপ-নির্বাচনের জন্য ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
তারা হলেন, সোহরাব সিকদার, খোরশেদ আলম সরদার এবং মোকসেদ ঢালী। আজ তাদের বাছাইয়ের দিন ছিলো। বাছাইতে তিন জনকেই বৈধ ঘোষণা করা হয়েছে। ৯ জুলাই তাদের প্রতীক বরাদ্দ করা হবে। ২৫ জুলাই বৃহস্পতিবার সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরো জানান, ৮ এপ্রিল ২০১৯ তারিখে চর আবুপুরের ইউপি সদস্য মোঃ মজিবুর রহমান সরদারের মৃত্যুতে সদস্য পদটি শূন্য হয়ে যায়। নিয়মানুযায়ী ১৮০ দিনের মধ্যে উক্ত শূন্য পদে নির্বাচনের বিধান রয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।