ইন্দুরকানীতে মেহেউদ্দিন মডেল স্কুল সরকারি করনের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১লা জুলাই ২০১৯ ০৪:১০ অপরাহ্ন
ইন্দুরকানীতে মেহেউদ্দিন মডেল স্কুল সরকারি করনের দাবীতে মানববন্ধন

ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয় করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১ লা জুলাই সোমবার দুপুরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। ইন্দুরকানী বাজার রুপালী ব্যাংক এর সামনে, মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়রে সহকারি শিক্ষক মো. আরিফুল ইসলাম সঞ্চালনায় ও প্রধান শিক্ষক মো. সেলিম খানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আঃ লতিফ হাওলাদার, সাবেক পত্তাশী ইউপি চেয়ারম্যান মোবারক আলী হাওলাদার, প্রেসক্লাব সভাপতি আলমগীর কবির মান্নু, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকরামুল সিকদার, রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আজাদ হোসেন বাচ্চু, ইন্দুরকানী বাজার কমিমিটির সভাপতি মাষ্টার আঃ ছত্তার হাওলাদার, সহকারি শিক্ষক মো. হেলাল উদ্দীন গাজী, ছাত্রলীগ সভাপতি মো. শাহীন হাওলাদার, প্রমুখ। মানববন্ধন কর্মসূচীতে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহন করেন। বক্তারা বলেন, এই বিদ্যালয়টি এ উপজেলার একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। প্রতিবছর বিদ্যালয়টি থেকে জেএসসি ও এসএসসিতে ভাল ফলাফল করে আসছে। ১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে ৭১ বছর এর কার্যক্রম চলে আসছে। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ৬ শত শিক্ষার্থী অধ্যয়নরত আছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিদ্যালয়টি জাতীয় করণের আহ্বান জানান। 

ইনিউজ ৭১/এম.আর