
প্রকাশ: ৩০ জুন ২০১৯, ২০:৫

সরকারি ব্যবস্থাপনায় প্রথম পর্বের ফ্লাইটে হজযাত্রীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। আগামী ৪ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত তালিকাভুক্ত যাত্রীদের কাছে ইতোমধ্যেই মোবাইলে ক্ষুদেবার্তার মাধ্যমে রিপোর্টিং টাইম জানানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাসপোর্ট হজ অফিসে জমা না দেয়া, টিকার সনদ গ্রহণ না করা, ভিসা প্রাপ্তি না হওয়া বা নির্ধারিত তারিখে রিপোর্টিং না করার কারণে যে সকল হজযাত্রী যেতে পারবেন না তারা পরবর্তীতে হজ ফ্লাইট পাওয়া এবং বিমান কর্তৃক নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে নির্ধারিত তারিখে যেতে পারবেন। পরিচালক হজ অফিস, ঢাকা যেকোনো হজযাত্রীর ফ্লাইটের তারিখ পরিবর্তনের অধিকার সংরক্ষণ করবেন।
৫ জুলাই দুপুর সোয়া একটায় ছেড়ে যাবে বিজি ৩০০৩। এ ফ্লাইটে যাত্রীদের রিপোর্টিং সময় ১ জুলাই দুপুর আড়াইটায়।
৬ জুলাই দুপুর সোয়া দুটায় ছেড়ে যাবে বিজি ৩০০৭। এ ফ্লাইটে যাত্রীদের রিপোর্টিংয়ের সময় ৩ জুলাই দুপুর ১২টা।


ইনিউজ ৭১/এম.আর