রাজধানীর রায়েরবাজার এলাকায় ইয়াসিন (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে রায়েরবাজারের নিমতলী এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। তবে এ হত্যাকণ্ডের সঠিক কারণ জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াসিন নিমতলী এলাকায় একটি চায়ের দোকানে কাজ করতো।
শনিবার রাতে রায়েরবাজারের টালি অফিসের জরিনা স্কুলের পাশে বাংলা সড়ক নামে গলিতে কে বা কারা ইয়াসিনের শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এরপর হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, নিহত ইয়াসিনকে ঢামেকের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।