ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের ভোজনরত, ভোজন কারী বন্ধুবলে আত্মার বন্ধন বা ভালবাসায় প্রিয়জনদের সাথে নিয়ে উপজেলার বন্ধু ভোজন হুলুস্হুল ভালবাসার প্রিয় মানুষ সারোয়ার আলম হুলুস্হুল বন্ধু ভোজনের এর আয়োজন করেন।শুক্রবার রাত সাড়ে সাত টায় সরাইল উপজেলার বড্ডা পাড়া হ্যালো মারওয়া হোটেল এন্ড রেষ্টুরেন্ট ও পার্টি সেন্টারে হুলুস্হুল ভালবাসা বন্ধু ভোজন আড্ডার আয়োজন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলার চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকিয়া বেগম, আবু শামীম, মোহাম্মদ কামাল, মোঃ শিপন, মোঃ মাহফুজ আলী, ইকবাল হোসেন, কায়কুবাদ, রিপন, এ ছাড়া ও হুলুস্হুল ভালবাসা বন্ধু ভোজনের মোঃ ফয়সাল আহাম্মদ দুলাল, বিপ্লব হোসাইন, মোঃ তাসলিম উদ্দিন, মোঃ জুয়েল ঠাকুর, সজীব দত্ত তনু ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।