
প্রকাশ: ২৯ জুন ২০১৯, ২২:৫৭

জাতীয় সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের কবরসহ জাতীয় সংসদের মূল নকশার বাইরে যেসব স্থাপনা রয়েছে তা অপসারণ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ শনিবার সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, জাতীয় সংসদ চত্বরে মূল নকশার বাইরে জিয়ার কবরসহ যেসব স্থাপনা হয়েছে। এখানে আরো কিছু কবর দেওয়া হয়েছে। সেগুলো অপসারণের অনুরোধ করছি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব