
প্রকাশ: ২৮ জুন ২০১৯, ৫:৪

শরীরের বিষ ব্যাথায় কানতে কানতে চোখের পানি শুকিয়ে গেছে, পচনের স্থানে পোকা ধরে গেছে, পোকার কামড় আর সহ্য করতে পারছি না। এই জীবন নিয়ে বেঁচে থাকার পেয়ে মরে যাওয়া অনেক ভালো। শরীরের অসহ্য যন্ত্রনা সইতে না পেরে এই কথাগুলো বলছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামের কোহিনুর বেগম নামে এক কিশোরী। সরেজমিনে গিয়ে জানা যায়, রতনপুর গ্রামের মৃত কবির হোসেনর মেয়ে কোহিনুর বেগমের, গত ৪ বছর আগে হঠাৎ করে মেরুদণ্ডে সমস্যা দেখা দিলে, এলাকাবাসীর সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার পিঠে অপারেশন করে তিনটি রড স্থাপন করা হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব