প্রেস ইনষ্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে রাজধানী ঢাকায় পিরোজপুর জেলার কর্মরত সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। গত বুধবার (২৬ জুন) থেকে ২৮ জুন শুক্রবার পর্যন্ত পিআইবি এর সভা সেমিনার কক্ষে এ কর্মশালা চলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রানালয়ের মন্ত্রী শ,ম রেজাউল করিম। প্রশিক্ষণ শেষে সমাপনিতে সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন পিআইবি এর মহা পরিচালক জাফর ওয়াজেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক কালের কন্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল।
এসময় উপস্থিত ছিলেন, পিআইবি পরিচালনা বোর্ডের সদস্য ও দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি শেখ মামুনুর রশিদ, দৈনিক ইত্তেফাকের সাবেক মফস্বল সম্পাদক আব্দুল বারি, পিআইবির প্রশিক্ষক আব্দুল মান্নান প্রমুখ। কর্মশালায় পিরোজপুর জেলা ও উপজেলার মোট ২৮ জন সাংবাদিক অংশ নিয়েছেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।