
প্রকাশ: ১৭ জুন ২০১৯, ২:৫৪

ঝালকাঠির নলছিটি উপজেলায় যৌতুকের দাবিতে নির্যাতনের পর গৃহবধূর মুখে বিষ ঢেলে হত্যার ঘটনা ঘটেছে। ১ জুন নলছিটি পৌরসভার বৈচন্ডী গ্রামে স্বামীর বাড়িতে নির্যাতনের পর গৃহবধূর মুখে বিষ ঢেলে দেয় স্বামী ও তার স্বজনরা। ১৫ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার (১৪ জুন) সন্ধ্যায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নুসরাত জাহান ইভা ওই গ্রামের তরিকুল ইসলাম লিংকন হাওলাদারের স্ত্রী ও দক্ষিণ বৈচন্ডী গ্রামের গাজী আক্তার হোসেনের মেয়ে। গৃহবধূ ইভাকে বিষ দিয়ে হত্যার বিচারের দাবিতে সোমবার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তার পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই গৃহবধূর বাবা গাজী আকতার হোসেন।


ইনিউজ ৭১/টি.টি. রাকিব