
প্রকাশ: ১৭ জুন ২০১৯, ১:৩৪

পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে মোঃ জিয়াউল মোল্লা-(২৮) নামের এক যুবককে কুঁপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় আহত হন কমপক্ষে-১০জন। আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। আজ সোমবার সকালে উপজেলার আলীনগর এলাকার রাজারচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিয়াউল মোল্লা একই এলাকার ধলু মোল্লার ছেলে। পরে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন। এদিকে ঘটনার পর থেকে ওই স্থানে পুলিশ মোতায়ন রয়েছে।
এলাকা, নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বর্তমান ইউপি সদস্য নান্নু মোল্লা ও সাবেক ইউপি সদস্য মাহাবুব বেপারীর মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এর জের ধরে সকালে জিয়াউলকে একা পেয়ে মাহাবুব বেপারীর লোকজন দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে । এসময় নান্নু মোল্লার লোকজন টেরপেয়ে এগিয়ে আসলে তাদের উপর ও হামলা চালায়। এতে করে জিয়াউলসহ কমপক্ষে ১০জন আহত হয়। আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
পরে সেখানে জিয়াউলের অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেন। এদিকে ঘটনার পর থেকে ওই স্থানে পুলিশ মোতায়ন রয়েছে। এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ মোফাজ্জেল হোসেন বলেন, এ ঘটনা শুনে সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। এখন পরিস্থিতি শান্ত আছে ঘটনা স্থানে পুলিশ মোতায়েন রয়েছে এবং পাশা পাশী এ ঘটনার সাথে যারা জরিত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব