পিছিয়ে পড়া গ্রামীণ নারী সমাজকে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার সাথে সাথে সরাসরি সংযুক্ত করতে রবিবার সকালে আগৈলঝাড়ার বাকাল পদ্মা বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে ‘তথ্য আপা’ প্রকল্পের উঠান বৈঠ অনুষ্ঠিত হয়েছে। ‘তথ্য আপা’ প্রকল্পের তত্য আপা ও উপজেলা তথ্য ও সেবা কর্মকর্তা মনজিলা আক্তার মিতু’র সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (প্রকল্প-২) এর আওতায় হাতে নেয়া ‘তথ্য আপা’ প্রকল্প।
এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাস গুপ্তর স ালনায় উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য শান্তনা বেগম, শিখা রানী শিকদার, নারী নেত্রী আভা মুখার্জী। সভায় বাকাল গ্রামের ৫০জন নারী অংশ গ্রহন করেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।