বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে রেজবি-উল কবির জোমাদ্দারের প্রার্থিতা বাতিল করা ইসির সিদ্ধান্ত স্থগিত করেছেন মহামান্য হাইকোর্ট। ফলে মঙ্গলবার (১৮ জুন) অনুষ্ঠেয় নির্বাচনে তার অংশগ্রহণে কোনও বাধা থাকছে না বলে জানিয়েছেন আইনজীবীরা। ইসির আদেশ চ্যালেঞ্জ করে রেজবির করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১৭ জুন) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রেজবির রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এম কে রহমান, ব্যারিস্টার ফজলে নূর তাপস ও এম. মইনুল ইসলাম। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে ছিলেন তৌহিদুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। পরে মোতাহার হোসেন সাজু জানান, রিটের শুনানি নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
একইসঙ্গে রেজবির প্রার্থিতা পুনর্বহাল করে তাকে নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রসঙ্গত, এর আগে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে গত ১৫ জুন রেজবির প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। পরে ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে প্রার্থিতা ফিরে পেতে গত ১৬ জুন হাইকোর্টে রিট করেন রেজবি।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।