হাতিয়া থেকে একনলা পিস্তল এবং তাজা গুলিসহ ০২ জন ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১৭ই জুন ২০১৯ ০৪:১৯ অপরাহ্ন
হাতিয়া থেকে একনলা পিস্তল এবং তাজা গুলিসহ ০২ জন ডাকাত আটক

নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন জাগলার চর এলাকায় ইলিশের মৌসুম শুরু হওয়ায় হতদরিদ্র জেলেদের কাছ থেকে বিভিন্ন উপায়ে মুক্তিপণ আদায় এবং ডাকাতি করার উদ্দেশ্যে শোহরাব বাতেন বাহিনীর ০২ জন সক্রিয় ডাকাত সদস্য  আবুল কাশেম ওরফে ইসমাইল (৪৫) ও আতিকুল ইসলাম ওরফে ইয়াকুব আলী লোকু (২৫) অস্ত্র ও গোলাসহ মটর সাইকেল যোগে তমুরুদ্দিন বাজার থেকে জাগলার চরের উদ্দেশ্যে বের হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী দক্ষিন জোনের অধীনস্থ বিসিজি স্টেশান হাতিয়া খবরটি জানতে পারে।

এ প্রেক্ষিতে গত ১৬ জুন ২০১৯ তারিখ আনুমানিক রাত ২১৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিন জোনের অধীনস্থ বিসিজি স্টেশান হাতিয়া থেকে লেঃ মাহমুদ সাব্বির এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল বের হয়।  অভিযান চলাকালীন সময় ডাকাতদ্বয়কে আনুমানিক রাত ২১৪০ ঘটিকায় তমুরুদ্দিন বাজার এলাকা থেকে ০১ টি একনলা পিস্তল, ০৫ রাউন্ড তাজা গোলা ও একটি মটর সাইকেলসহ আটক করে। পরবর্তীতে তাজা গুলি, পিস্তল, মটর সাইকেল ও ডাকাতদ্বয়কে হাতিয়া থানায় সোপর্দ করা হয়। উপকূলীয় অ লের জেলেদের নিরাপত্তায় জলদস্যুদের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। 

ইনিউজ ৭১/এম.আর