
প্রকাশ: ১৬ জুন ২০১৯, ৫:২০

গ্রেফতারি পরোয়ানা জারির প্রায় তিন সপ্তাহ পর অবশেষে গ্রেফতার হলেন ফেনীর সোনাইগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন। রোববার তাকে গ্রেফতার করে রাজধানীর শাহবাগ থানা পুলিশ। পরে তাকে ফেনীতে নিয়ে যাওয়ার কথা জানায় আইনশৃঙ্খলা বাহিনীটি। গত ২৭ মে তার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে তিনি পলাতক ছিলেন। এই সময়ের মধ্যে তার রংপুরের কর্মস্থল, যশোরের গ্রামের বাড়ি, কুমিল্লার বাসায় পুলিশ অভিযান চালিয়েও তাকে পায়নি। ২৭ মে’র পর থেকে গত ১০ জুন পর্যন্ত রাজধানীর কল্যাণপুরে এক খালার বাসায় ছিলেন তিনি। তবে, তাকে গ্রেফতারে গোয়েন্দারা সেখানেও যেতে পারেন, এমন আশঙ্কায় ওই বাসা থেকে তিনি সটকে পড়েন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব