
প্রকাশ: ১৬ জুন ২০১৯, ০:৪৪

ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন গ্রেফতারি পরোয়ানা এড়িয়ে ২০ দিন আত্মগোপনে ছিলেন। মাদ্রাসাছাত্রী নুসরাতকে যৌন নিপীড়নের ঘটনায় জিজ্ঞাসাবাদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় তিনি ছিলেন ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলার আসামি। উচ্চ আদালত থেকে জামিন নিতে এসে রোববার (১৬ জুন) শাহবাগ থানাধীন কদম ফোয়ারার সামনে থেকে তিনি গ্রেফতার হন। এর আগে ওসি মোয়াজ্জেম একজন আইনজীবীর মাধ্যমে উচ্চ আদালতে জামিনের আবেদন করেন। গ্রেফতার এড়াতে দাড়ি-গোঁফ বড় করে চেহারাটাও কিছুটা পাল্টে ফেলেন তিনি।। আইনজীবীর আশ্বাসে কৌশলে হাইকোর্ট চত্বরেও প্রবেশ করেন তিনি । তবে আগে থেকেই মোয়াজ্জেম হোসেনকে নজরদারিতে রেখেছিল পুলিশ। আদালত চত্বর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে শাহবাগ পুলিশ তাকে গ্রেফতার করে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব