উখিয়ায় অবহিতকরণ সভাঃ ২২ জুন ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১৬ই জুন ২০১৯ ১২:২৫ অপরাহ্ন
উখিয়ায় অবহিতকরণ সভাঃ ২২ জুন ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উখিয়া উপজেলায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।শনিবার সকালে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবদুল মন্নান।

এতে প্রধান অতিথি  ছিলেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।বক্তব্য দেন উখিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুননেছা বেবি, উখিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসীমউদ্দিন মোহাম্মদ ইউসুফ, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, উখিয়া প্রেসক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন। উক্ত অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, ইমাম,সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগন উপস্থিত ছিলেন।আগামী ২২জুন শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

ইনিউজ ৭১/এম.আর