গ্রামবাসীরা শাহজাদাপুর-মলাইশয়ের একটি রাস্তা নির্মাণের দাবি জানিয়ে আসছেন অনেক দিন ধরেই। কিন্তু দীর্ঘদিনেও তাদের সে দাবি স্বাধীনতার ৪৭ বছরেও পূরণ হয়নি। গ্রামরাসীরা বছরের পর বছর দুঃখে কষ্টকরে কোনোমতে চলাচল করে আসছে। সরেজমিন ওই এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তাটি দিয়ে ঝুঁকি নিয়ে লোকজন যাতায়াত করছে। স্কুল-কলেজের শিক্ষার্থীরা, হাসপাতালে আসা রোগীদের ভোগান্তির শেষ নেই, বাইসাইকেল, মোটরগাড়ি ও সি এন জি ছাড়া ভারী কোনো যানবাহন চলাচল করতে পারে না।এলাকাবাসী জানায়, স্থানীয়ভাবে উৎপাদিত নানা পণ্য রাস্তার অভাবে তাদের অনেক সময় লাগে। এতে তাদের বেশি খরচ বেড়ে যায়। এলাকাবাসী দেওড়া হতে সড়কটি পাকা করণ সহ নির্মাণের দাবি জানিয়েছেন। রাস্তার পাশে বেঘ হাতে আশি বছরে বৃদ্ধা এ প্রতিবেদককে বলেন,‘কত সাংবাদিক ফটো তুলল রাস্তাটি অইল না’…। আপনি আবার কে!
মলাইশ দক্ষিণপাড়া গ্রামের অনেকে বলেন, বহু বছর ধরেই রাস্তাটি নির্মাণে এলাকাবাসী জনপ্রতিনিধিদের কাছে দাবি জানিয়ে আসছেন। যেখানেই আমরা এমপি, চেয়ারম্যানদের দেখা পাই সেখানেই ওই রাস্তাটি নির্মাণের জন্য বলে থাকি।তারা আমাদের কথা দেই হবে, কিন্তু আজ ও হল না, কবে হবে তাহা উপর ওয়ালা জানে? যখন নির্বাচন আসে তখন কিছু দিনের মধ্যে হয়ে যাবে, নির্বাচনের পরে আর দেখা মিলে না। স্থানীয় স্কুল ও কলেজের কয়েক জন শিক্ষার্থী জানান, বর্ষাকালে বৃষ্টি থাকায় নিয়মিত স্কুল-কলেজে আসতে পারেন না। এতে স্থানীয় অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটে থাকে। রোদের ধুলা-বালি-বৃষ্টির জলে কাঁদাই আমাদের চির চলার সাথী হয়ে আছে। এলাকাবাসীর প্রশ্ন এ দুঃখের আর জনদুর্ভোগের শেষ কোথায়?
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।