পঞ্চম ধাপে আগামী ১৮ জুন অনুষ্ঠিত হবে রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রচারনা। সকাল হতে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা, গণসংযোগ, কর্মীসভাসহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছেন প্রার্থীরা। অনেক প্রার্থীরা কাটাচ্ছেন নির্ঘুম রাত। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রাঙ্গাবালী উপজেলায় ৭৬ হাজার ৮২৩ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৩৮ হাজার ৩৮৯ ও নারী ভোটার ৩৮ হাজার ৪৩৪। আর এসব ভোটারের বিপরীতে তিন পদে প্রতিদ্বন্ধিতা করছেন ০৯ জন প্রার্থী। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৬ টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করবেন।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজেদের ব্যক্তি ইমেজ ও রাজনৈতিক অবস্থান তুলে ধরে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। কর্মী-সমর্থকরাও তাদের প্রার্থীর ইমেজ তুলে ধরে লিফলেট বিতরন ও মাইকিং করে প্রচার প্রচারণা চালাচ্ছেন। চায়ের দোকান গুলোতে প্রতিদিন জমে উঠে নির্বাচনী আলাপ-আলোচনা। সবমিলিয়ে উপজেলা সর্বত্র বইছে নির্বাচনী আমেজ। এদিকে নির্বাচনকে সুষ্ঠু করতে দফায় দফায় টহল দিচ্ছেন প্রশাসন। এখন পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে। যার ফলে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার প্রত্যাশা করছেন।
রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ›দ্বীতা করছেন। তবে বিএনপি সমর্থিত কোন প্রার্থী নেই। উপজেলা চেয়ারম্যান পদে লড়ছেন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ দেলোয়ার হোসেন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ড.আরিফ বিন ইসলাম (আনারস) ও ডা.জহির উদ্দিন আহম্মেদ (দোয়াত কলম)। ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন- স্থানীয় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মো.আবুল হোসেন আবু (তালা), স্বতন্ত্র প্রার্থী খালিদ বিন ওয়ালিদ তালুকদার (উড়ো জাহাজ) ও কাওসার মৃধা (টিউবওয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন- স্থানীয় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ফেরদৌসী পারভীন (ফুটবল), স্বতন্ত্র প্রার্থী জেসমিন সুলতানা(হাঁস) ও মাতোয়ারা লিপি(কলস)।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।