
প্রকাশ: ১৪ জুন ২০১৯, ২:২২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের একমাত্র খেলার মাঠে স্থাপনা নির্মাণের নামে জবর দখল পাঁয়তারার বিরুদ্ধে মানববন্ধন করেছে ঘুমধুমের ক্রীড়াপ্রেমী আমজনতা।১৪ জুন জুমার নামায পরবর্তী বেতবনিয়া বাজার চত্বরে মানববন্ধন কর্মসূচীতে শত-শত ছাত্রজনতা ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন স্বর্তস্পুতভাবে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেছেন,ঘুমধুমের খেলার মাঠটি ঐতিহ্যবাহী খেলার মাঠ হিসেবে পুরো জেলাজুড়ে পরিচিত।ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের সাথে খেলার মাঠের কোন যোগসূত্র নেই।এটি সার্বজনিন বিনোদনের অংশ।ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের উপরে ভবন করার মত পর্যাপ্ত জায়গা থাকা সত্বেও খরচ বাচিয়ে মোটাংকের টাকা হজম করার কু-মানসে ঠিকাদারের সাথে আতাঁত করে মাঠের অংশে ভবন নির্মাণের পায়ঁতারা চালাচ্ছে।এতে মাদকের করাল গ্রাসে নিমজ্জিত যুব-ছাত্র সমাজকে ক্রীড়া বিমুখ করার হীনচেষ্টায় লিপ্ত ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দূর্নীতি পরায়ন সদস্যরা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব