ঘুমধুমের খেলার মাঠ জবর দখল পায়ঁতারার বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
শ.ম.গফুর , উপজেলা প্রতিনিধি উখিয়া- কক্সবাজার
প্রকাশিত: শুক্রবার ১৪ই জুন ২০১৯ ০৮:২২ অপরাহ্ন
ঘুমধুমের খেলার মাঠ জবর দখল পায়ঁতারার বিরুদ্ধে মানববন্ধন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের একমাত্র খেলার মাঠে স্থাপনা নির্মাণের নামে জবর দখল পাঁয়তারার বিরুদ্ধে মানববন্ধন করেছে ঘুমধুমের ক্রীড়াপ্রেমী আমজনতা।১৪ জুন জুমার নামায পরবর্তী বেতবনিয়া বাজার চত্বরে মানববন্ধন কর্মসূচীতে শত-শত ছাত্রজনতা ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন স্বর্তস্পুতভাবে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেছেন,ঘুমধুমের খেলার মাঠটি ঐতিহ্যবাহী খেলার মাঠ হিসেবে পুরো জেলাজুড়ে পরিচিত।ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের সাথে খেলার মাঠের কোন যোগসূত্র নেই।এটি সার্বজনিন বিনোদনের অংশ।ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের উপরে ভবন করার মত পর্যাপ্ত জায়গা থাকা সত্বেও খরচ বাচিয়ে মোটাংকের টাকা হজম করার কু-মানসে ঠিকাদারের সাথে আতাঁত করে মাঠের অংশে ভবন নির্মাণের পায়ঁতারা চালাচ্ছে।এতে মাদকের করাল গ্রাসে নিমজ্জিত যুব-ছাত্র সমাজকে ক্রীড়া বিমুখ করার হীনচেষ্টায় লিপ্ত ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দূর্নীতি পরায়ন সদস্যরা।

অনতিবিলম্বে ঘুমধুমের একমাত্র খেলার মাঠ দখলের অপচেষ্টা থেকে বিরত থাকার আহবান জানান বক্তারা।ঘুমধুমের মানুষের প্রানের দাবী ঘুমধুমের খেলার মাঠ রক্ষা করে ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের নিজস্ব জায়গায় ভবন নির্মাণের আহবান জানানো হয়। ঘুমধুমের আমজনতার দাবীকে উপেক্ষা করে যদি খেলার মাঠ দখলের চেষ্টা চালানো হয়,তাহলে ওইসব স্বার্থানেস্বী ব্যক্তিদের ঘুমধুমবাসীর দুশমন হিসেবে চিহ্নিত করে বিতাড়িত করার ঘোষণা দেওয়া হয়।

শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও মাঠ রক্ষা করে যাবে বলে হুসিয়ারী উচ্চারণ করা হয়।ঘুমধুম মাঠ রক্ষা কমিটির ব্যানেরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ঘুমধুমের ক্রীড়াপ্রেমী,তুখোড় খেলোয়াড় ছৈয়দুর রহমান হীরা।খেলোয়াড় রফিক হায়দারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রাজা মিয়া,ঘুমধুম ইউপির প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন, ঘুমধুম উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য, প্রাত্তন ছাত্র সাংবাদিক শ.ম.গফুর, ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন শিকদার, ক্রীড়াপ্রেমিক,সমাজ হিতৈষী মাওলানা নুরুল আবসার,সাবেক ছাত্রনেতা রাসেদ সরওয়ার,ছাত্রলীগ নেতা আল মামুন প্রমুখ।উক্ত মানববন্ধন ও পথসভায় যুবনেতা মকসুদুর রহমান শিকদার, মিজানুল বশর মিজান,আলমগীর,বেলাল,হাসান,ছৈয়দুল আমিনসহ সহস্রাধিক নানা শ্রেণীপেশার লোকজন অংশ নেয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব