সাভারে সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১৪ই জুন ২০১৯ ০৫:১৭ অপরাহ্ন
সাভারে সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার

সাভারে একটি নির্মানাধীন বহুতল ভবনের সেফটিক ট্যাংকি থেকে  দুই নির্মান শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। সাভার  ফায়ার সার্ভিসের একটি দল এ উদ্ধার কাজ চালায়। নিহতেরা হলেন, সাভার ছায়াবিথি মহল্লার মো: খোকন(৫৫), অপরজন আশুলিয়ার কুটুরিয়া এলাকার বাসিন্দা মো: সোহেল(৪৫), তবে তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারিনি পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় মজিদপুর এলাকার জাহাঙ্গীর আলমের নির্মানাধীন বহুতল ভবনের সেপটিক ট্যাংকের ভিতর কাজ করার সময়  এই দুর্ঘটনা ঘটেছে  বলে জানা গেছে। সাভার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা লিটন আহমেদ জানান,  সেপটিক ট্যাংকের ভিতর কাজ করার সময়, জমে থাকা বিষাক্ত গ্যাসের কারনে নিশ্বাস বন্ধ হয়ে ওই নির্মান শ্রমিকদের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

সাভার মডেল থানা  পুলিশের  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ   জানান, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। তদন্ত শেষে মৃতের সঠিক কারনসহ সার্বিক বিষয় বিস্তারিত জানা যাবে। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব