দেশের সব নাগরিককে পেনশন দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১৪ই জুন ২০১৯ ০৫:০৭ অপরাহ্ন
দেশের সব নাগরিককে পেনশন দেবে সরকার

বিশ্বের বিভিন্ন উন্নত দেশে সব নাগরিককে পেনশন সুবিধা দেওয়া হয়ে থাকে। চাকরি হোক বা না হোক, তারা এই সুবিধাটি পান। এই পদ্ধতিকে বলা হয় ‘ইউনিভার্সাল পেনশন’। এবার বাংলাদেশেও এই পদ্ধতি চালু করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (১৪ জুন) জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এ পরিকল্পনার কথা জানান। মূলত দেশের নাগরিকের দেওয়া ভ্যাট, ট্যাক্স বা অন্যান্য অর্থ থেকে ‘ইউনিভার্সাল পেনশন’ সুবিধাটি সরকার দিয়ে থাকে। অর্থমন্ত্রী জানিয়েছেন, শিগগিরই আমাদের দেশেও ‘ইউনিভার্সাল পেনশন অথরিটি’ গঠন করা হবে।

এর আগেও ইউনিভার্সাল পেনশনের প্রতিশ্রুতি দিয়েছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে তা এখনও বাস্তবায়ন সম্ভব হয়নি। জানা গেছে, ইউনিভার্সাল পেনশন পদ্ধতি চালু করতে আরও অন্তত ৩ থেকে ৪ বছর সময় লাগবে। এটি যেন দ্রুত করা যায় এজন্য ‘ইউনিভার্সাল পেনশন অথরিটি’ শিগগিরই গঠন করা হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব