১০০ টাকায় মিলবে পুলিশের চাকরি’ টাঙ্গাইল পুলিশ সুপারের এমন একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোরপাক খাচ্ছে। ফেসবুক আইডি SP Tangail থেকে বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় পোস্টটি করেন।
অফিসিয়াল পেজ থেকে প্রকাশিত এমন পোস্ট অল্প সময়েই ভাইরাল হয়ে যায়। লাইক, কমেন্টসের হিড়িক পড়ে পোস্টটিতে। লেখাটি পড়ে পুলিশ সুপারকে অনেকেই অভিনন্দন জানান। তবে কেউ কেউ এমন পোস্টকে অবিশ্বাস্য বলে উড়িয়েও দিচ্ছেন।
পোস্টটি হুবুহু তুলে ধরা হলো:
‘আগামী ০১/০৭/২০১৯ খ্রিঃ টাঙ্গাইল জেলা পুলিশে কনস্টেবল পদে মাত্র ৩ টাকা মূল্যের ০১টি ফরম ও ১০০ টাকায় চাকরি হবে। এই ১০০ টাকাও আবার কনস্টেবল নিয়োগে সরকার নির্ধারিত পরীক্ষার ফি বাবদ ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। যোগ্যতারভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেয়া হবে।’নিয়োগ প্রার্থীদের প্রতারক ও দালাল চক্রের প্রতারণা থেকে সাবধান থাকারআহবান করেছেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।