কলাপাড়ার নতুন ইউএনও মুনিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: বুধবার ১২ই জুন ২০১৯ ০৯:২০ অপরাহ্ন
কলাপাড়ার নতুন ইউএনও মুনিবুর রহমান

কলাপাড়ায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো.মুনিবুর রহমান। বুধবার দুপরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাসের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেন। এর আগে কলাপাড়ার ইউএনও ছিল তানভির রহমান।  

নতুন ইউএন মুনিবুর রহমান এর আগে সুনামের সহিত ঢাকা জেলায় বিআরটিএর এ্যাক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোকোত্তর শেষ করেন। ৩১ তম বিসএসে উত্তীর্ন হয়ে প্রথমে তিনি চুয়াডাঙ্গায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। 

মুনিবুর রহমান রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাওনারা গ্রামের প্রাক্তন জয়েন সেক্রটারী মো. গোলাম রহমান মিয়া ও জেবুন্নাহারের পুত্র। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব