সাংবাদিক নাসিরের উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: বুধবার ১২ই জুন ২০১৯ ০৭:৪৪ অপরাহ্ন
সাংবাদিক নাসিরের উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা

যুগান্তরের কুয়াকাটা প্রতিনিধি, অনলাইন নিউজ পোর্টাল সাগর কন্যা’র সম্পাদক ও কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সিনিয়র সহ সভাপতি অনন্ত মুখার্জী, সাধারন সম্পাদক কাজী সাঈদ, সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনু প্রমুখ। এ সময় সাংবাদিক নাসির উদ্দিন বিপ্লবসহ কুয়াকাটা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী জানান। অন্যথায় আরো কঠোর কর্মসুচি গ্রহণ করা হবে বলে তারা জানান। এসময় সাংবাদিক নাসির উদ্দিন বিপ্লব বলেন, সন্ত্রাসী হামলার পর মহিপুর থানায় অভিযোগ দিলে ওসি সাইদুল ইসলাম মামলা নিতে গড়িমসি করেন। পরবর্তীতে কলাপাড়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করতে বাধ্য হন।  মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম সাংবাদিকদের বলেন, সাংবাদিক নাসির উদ্দিন বিপ্লব একটি অভিযোগ দিয়েছেন। সময়ের অভাবে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহন করা যায়নি। তবে প্রক্রিয়াধীন রয়েছে। 

উল্লেখ্য, গত সোমবার রাত ৯ টার দিকে মৎস্য বন্দর আলিপুর চৌরাস্তা সংলগ্ন অনলাইন নিউজ পোর্টাল সাগরকন্যা অফিসে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক নাসির উদ্দিন বিপ্লবের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে নাসির বিপ্লবসহ ০৬ জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার রাতেই ০৪ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব