হাসপাতালের ডাক্তারকে ৭ দিনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: বুধবার ১২ই জুন ২০১৯ ০৫:১২ অপরাহ্ন
হাসপাতালের ডাক্তারকে ৭ দিনের কারাদন্ড

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: মো: আশরাফুল ইসলামকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্ট আদালত। বুধবার বিজ্ঞ এ.এইচ.এম ইমরানুর রহমানের আদালত এ আদেশ প্রদান করেন। একই সাথে আদেশের বিষয়টি পটুয়াখালী সিভিল সার্জনকে অবগত করার জন্য বলা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ফৌজদারী অপরাধের (জি.আর.-৫২৫/১৮) একটি মামলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: আশরাফুল ইসলাম একই জখমীর দুই ধরনের সনদ বিজ্ঞ আদালতে সরবরাহ করেন। বিষয়টি আসামী পক্ষের নিযুক্তীয় বিজ্ঞ কৌশুলী আদালতের নজরে আনায় বিজ্ঞ আদালত গত ৫এপ্রিল ডা: আশরাফুল ইসলামকে স্ব-শরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেন। 

কিন্তু ধার্য তারিখে আদালতে তিনি উপস্থিত না হওয়ায় আদালত ১২ জুন পরবর্তী তারিখ ধার্য করেন। এরপরও তিনি আদালতে না এসে আদালতের আদেশ অমান্য করায় বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাকে কেন ৭ দিনের বিনাশ্রম করাদন্ড দেয়া হবেনা সে মর্মে স্ব-শরীরে আদালতে হাজির হয়ে কারন দর্শানোর নির্দেশ প্রদান করেন। আসামী পক্ষের নিযুক্তীয় বিজ্ঞ কৌশুলী নাথুরাম ভৌমিকের জুনিয়র অ্যাডভোকেট নাসির উদ্দীন সোহাগ বিজ্ঞ আদালতের এ আদেশের সত্যতা স্বীকার করেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব