মরিচ্যা যৌথ চেকপোষ্টে বিজিবির অভিযানঃ ত্রাণের ডালসহ ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১২ই জুন ২০১৯ ১২:১৬ অপরাহ্ন
 মরিচ্যা যৌথ চেকপোষ্টে বিজিবির অভিযানঃ ত্রাণের ডালসহ ট্রাক জব্দ

কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে দুই হাজার সাতশত ৫০ কেজি এ্যাংকর ডাল উদ্ধার করেছে। এসময় মালমাল বহনের দায়ে ট্রাক গাড়িটিও জব্দ করা হয়। মঙ্গলবার বিকেলে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত মালামাল ও ট্রাকের মূল্য ২৬লক্ষ ৩৭হাজার পাঁচশত টাকা বলে বিজিবি জানিয়েছেন। বিজিবি সুত্রে জানা গেছে মঙ্গলবার বিকালে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রাক (যার নাম্বার মেহেরপুর ট-১১-০০৩৮)গাড়ীটি তল্লাশী চালায় বিজিবি। এসময় ট্রাকের চালক পালিয়ে যায়। পরে ট্রাকের ভিতর থেকে বিশ্ব খাদ্য সংস্থা প্রদও রোহিঙ্গাদের ত্রান সামগ্রী ২হাজার ৭শ ৫০কেজি এ্যাংকর ডাল উদ্ধার করা হয়।

বল পূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের জন্য বিভিন্ন এনজিও সংস্থা কর্তৃক প্রদও ত্রাণ সামগ্রী সিন্ডিকেটের মাধ্যমে কক্সবাজার সহ আশপাশের এলাকার খোলা বাজারে বিক্রি হচ্ছে। ফলে স্হানীয় কৃষকগন তাদের উৎপাদিত ফসলের ন্যায়্য মূল্য হতে বঞ্চিত হচ্ছে। জব্দকৃত মালামাল সহ ট্রাক উখিয়ার বালুখালীস্থ শুল্ক গুদাম কার্যালয়ে জমা দেওয়া হয়। ৩৪বিজিবির ভারপ্রাপ্ত উপ অধিনায়ক আশরাফ উল্লাহ রনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইনিউজ ৭১/এম.আর